নিজস্ব প্রতিবেদক, স্মাইল নিউজঃ চট্টগ্রামের রাউজানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ৫৬ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪ হাজার ৮ শত শিক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৪ হাজার ৩ শত ৩১ জন। শত ভাগ পাশ করেছে ৩ টি প্রতিষ্ঠান। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেয়া তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে ৭৬ জন ছাত্র-ছাত্রী কৃতকার্য ও ৯ জন এ প্লাস (A+) পেয়ে এগিয়ে আছে উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের ফতেহনগর অদুদিয়া উচ্চ বিদ্যালয়।
শতভাগ পাশ অপর দুইটি বিদ্যালয়ের মাঝে বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৪ জন ও পৌরসভার নন্দীপাড়া এস.এম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ তালিকায় রয়েছে। তবে নোয়াজিষপুর ফতেহনগর অদুদিয়া উচ্চ বিদ্যালয়ের ৯ জন ছাড়া বাকি দুই বিদ্যালয়ে কোন ছাত্র-ছাত্রী এ প্লাস (A+) পায়নি। এই ৩ শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া আর কোন প্রতিষ্ঠানে শতভাগ পাশ নেই।
এ প্রসঙ্গে নোয়াজিষপুর ফতেহনগর অদুদিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও নোয়াজিষপুর ইউপি চেয়ারম্যান লায়ন এম. সরোয়ার্দি সিকদার জানান, বিদ্যালয়ের সফলতার ধারাবাহিতা বজায় রাখতে আমরা চেষ্টা করেছি। আমাদের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা অনেক পরিশ্রম করেছেন। পরীক্ষার্থীর সকলকে ভালো ফলাফলের জন্যে মনিটরিং টিম গঠন করেছিলাম। যাদের কাজ হচ্ছে খবরাখবর নেয়া। আমরা প্রয়োজন বোধে দুর্বল ছাত্র-ছাত্রীদের জন্যে আলাদা ক্লাসের ব্যবস্থা করেছি। খুঁজে বের করতে চেষ্টা করেছি ওদের দুর্বলতা। বলতে গেলে শতভাগ ফলাফলের জন্যে যা যা করতে হয় আমরা তা করেছি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদার জানান, রাউজানে ৫৬ টি প্রতিষ্ঠানের মাঝে ৩টি প্রতিষ্ঠান শত ভাগ পাশ করেছে। নোয়াজিষপুর ফতেহনগর অদুদিয়া উচ্চ বিদ্যালয়ে ৯ জন ছাত্রছাত্রী এ প্লাস পেয়েছে। বাকি দুই প্রতিষ্ঠানে এ প্লাস আসেনি।
#SmileNews #HA