নিজস্ব প্রতিবেদক, স্মাইল নিউজঃ প্রাণঘাতি করোনাভাইরাসে মারা যাওয়া ব্যক্তির কাফন ও দাফনের দায়িত্ব নিয়েছিলেন চট্টগ্রাম জেলার রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। অবশেষে তিনিই করোনায় (কোভিড-১৯) রোগে আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার (১৯ মে) চট্টগ্রামের ফৌজদারহাট বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রফিকেল এন্ড ইন্ডফেকশাস ডিজিজেসে (বিআইটি আইডিতে) প্রকাশিত প্রতিবেদন থেকে বিষয়টি জানা যায়।
বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
গত (২৮ এপ্রিল) রাউজান উপজেলার বিভিন্ন স্থানে দরিদ্র অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করেন রাউজান থেকে পরপর দুইবার নির্বাচিত রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল।
তিনিই এই প্রথম দেশের প্রথম উপজেলা চেয়ারম্যান যিনি মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি নিজ বাসাতে আইসোলেশনে আছেন।
উল্লেখ্য, আজ বুধবার এহেছানুল হায়দর চৌধুরী বাবুলের পরিবারের সবাইকে করোনা টেষ্ট করার জন্য নমুনা নেওয়া হয়েছে।
#SmileNews #HA